টালিউড অভিনেত্রী উষসী চক্রবর্তীর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উধাও হয়েছে। অভিনেত্রীর অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার। পুলিশে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন উষসী।
কয়েক দিন আগেই অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যকলাপ শুরু হয়। অভিনেত্রী জানিয়েছেন, তিন দিন আগে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। অনুরাগীদের সতর্ক করতে ফেসবুকে একটি পোস্ট করেছেন উষসী। সেখানে তিনি বলেছেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তাই সেখান থেকে যে কোনো রকম পোস্ট বা কোনো অনুরোধ পেলে অনুরাগীরা যেন সতর্ক থাকেন।
ইনস্টাগ্রামে খুঁজলে উষসীর অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে না। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, হঠাৎ দেখলাম লগ আউট হয়ে গেছি এবং প্রোফাইলটাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
এর আগে আরজি করকাণ্ডের প্রতিবাদের সঙ্গে জড়িয়ে ছিলেন উষসী। এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারকাদের বিস্তর ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়। সে জন্যই কি তার অ্যাকাউন্টের দিকে নজর? অভিনেত্রী বলেন, হতে পারে। আমাদের সবাকেই কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। হয়তো কেউ অনেক দিন ধরেই অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছিলেন।
মেটার তরফে সম্প্রতি তার কাছে একটি ইমেল আসে। তার পর থেকেই অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে। অভিনেত্রী বলেন, যেহেতু ডি-অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তাই আমি সেটাকে পুনরুদ্ধারও করতে পারছি না। আমাকে একজন বললেন— এটিও এক ধরনের ‘ডিজিটাল অ্যারেস্ট’।
উষসী বলেন, বৃহস্পতিবার বিষয়টি নিয়ে তিনি কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি মেটার সঙ্গেও তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন। তিনি বলেন, কিন্তু জানি না, অ্যাকাউন্ট ফিরে পাব কিনা। ইনস্টাগ্রামে আমার ব্যক্তিগত ছবি ও তথ্যও তো রয়েছে। সেগুলো কোনো খারাপ কাজে ব্যবহার হতে পারে কিনা, ভেবেই দুশ্চিন্তা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ