বাংলা৭১নিউজ, ঢাকা: চাকরিচ্যুতদের ন্যায্য পাওনার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) অবস্থান কর্মসূচিতে ইনকিলাব কর্তৃপক্ষের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারী ও এর নেপথ্যের মদদদাতাদের গ্রেফতার দাবি করেছে ডিইউজে।
আজ সংগঠনের নির্বাহী পরিষদের এক সভা থেকে এ দাবি জানানো হয়।
ডিইউজে সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, ইনকিলাব কর্তৃপক্ষ অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের ন্যায্য পাওনা না দিয়ে একদিকে অপরাধ করছে, অন্যদিকে পাওনার দাবিতে বিএফইউজে-ডিইউজের যৌথ কর্মসূচিতে হামলা চালিয়ে অংশগ্রহণকারীদের আহত করে ও ব্যানার ছিঁড়ে চরম অপরাধ করেছে। এজন্য ইনকিলাব কর্তৃপক্ষকে চরম খেসারত দিতে হবে।
সভা থেকে এ অনভিপ্রেত ঘটনার জন্য ইনকিলাব সম্পাদকসহ হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়। নতুবা কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু, জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, নির্বাহী পরিষদ সদস্য মর্তুজা হায়দার লিটন, সলিম উল্লাহ সেলিম, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, দেবাশীষ রায়, মঞ্জুশ্রী বিশ্বাস, সোহেলী চৌধুরী, এমরান আমিন প্রমুখ।
বাংলা৭১নিউজ/সিএইস