বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নওগাও এলাকায় সোমবার বিকাল ৩টার দিকে ইজিবাইকের নিচে চাপা পড়ে ইয়াসিন নামক সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাও গ্রামের রিপন মিয়ার সাড়ে তিন বছরের ছেলে ইয়াসিন বাড়ীর সামনে রাস্তায় খেলা করার সময় হঠাৎ একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় সময় আশপাশের লোকজন ধাওয়া করে ইজিবাইকসহ চালক রবিউলকে আটক করে। সে পাশ^বর্তী পাইকুড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয় লোকজন মারাত্মক আহত ইয়াসিনকে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জেনটি মজুমদার তাকে মৃত ঘোষনা করে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনসারী জিন্নৎ আলী ইজিবাইকের চাপায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইজিবাইকসহ চালক রবিউলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/জেএস