সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইজতেমার ২য় পর্বে ভারত থেকে আসছেন যেসব আলেম ও মুরব্বি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে পূর্ব নির্ধারিত ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের আয়োজনে ১৭ জানুয়ারি শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে।

ভারতের নিজামুদ্দিন মারকাজের পরিচালয়না ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন থেকে তাবলিগের প্রবীণ আলেম ও শীর্ষ মুরব্বিদের অনেকেই অংশগ্রহণ করবেন।

বাংলাদেশে আসার পর ভারতসহ বিদেশি সব মেহমানদের হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে নিয়ে যাওয়ার কথা রয়েছে। ইজতেমা শুরু হওয়ার আগ পর্যন্ত তারা কাকরাইল মারকাজ মসজিদে অবস্থান করবেন।

নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি যাদের পরামর্শে ও সহযোগিতায় টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বে ইজতেমা আয়োজন করছেন। তাদের মধ্যে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী আলেম ও মুরব্বিরা হলেন-

>> মাওলানা আবদুস সাত্তার।
>> মাওলানা জামশেদ।
>> মাওলানা শামীম আজমি।
>> মাওলানা চেরাগ উদ্দীন।
>> মুফতি শাহজাদ কাসেমি।
>> মাওলানা রিয়াসাত আলি বিজনুরি।
>> মুফতি আসাদুল্লাহ সুলতানপুরি।
>> মাওলানা সালমান বিজনূরি।
>> মাওলানা সাদ কাসেমি, মুম্বাই।
>> মাওলানা আলি ক্বাদের নদভি, ভুপাল।
>> মাওলানা শাফি মাজহারি, বেঙ্গল।
>> মাওলানা আবদুল্লাহ ঝানঝানি।
>> মাওলানা বিলাল, কর্নাটক।
>> মাওলানা হাশেম গুজরাটি।
>> মাওলানা আবদুর রহমান কাসেমি।
এসব আলেমদের সঙ্গে তাদের সফরসঙ্গীরাসহ আরও অনেকে টঙ্গীর ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন।

এ ছাড়াও ভারতের নিজামুদ্দিন মারকাজের তাবলিগের প্রবীণ সাথী ও ওলামাদের সঙ্গে যারা আসছেন তারা হলেন-
>> ভাই ইক্ববাল হাফীজ, ভূপাল।
>> ভাই মুরসালীন, দিল্লি।
>> ভাই ত্বারীক নাদীম, মুরাদাবাদ।
>> ভাই নূর মুহাম্মদ, মুম্বাই।
>> ক্বারী সাইফুল্লাহ সাহেব, দিল্লি।
>> ভাই হেদায়াতুল্লাহ, কর্ণাটক।
>> ভাই ইলিয়াস, ভূপাল।
>> মাওলানা আহমাদ।
>> ভাই আফযাল, পাঞ্জাব।
>> ভাই ফারূক, পাঞ্জাব।
>> ভাই যাওয়াদ, মীরাঠ।
>> ভাই ইরফান, রাজস্থান।
>> ভাই নাসীম, মুজাফফর নগর।
>> ভাই মুসা কালিম, বেঙ্গল এবং
>> ভাই সাদিক, বেঙ্গল।

উল্লেখ্য যে, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের (১৭ জানুয়ারি) সঠিক আঞ্জামের জন্য একমাস আগে থেকে ভারতের নিজামুদ্দিনসহ অন্যান্য অঞ্চল থেকে তাবলিগের ৬৪টি জামাত বাংলাদেশের প্রতিটি জেলায় মেহনত করে আসছেন বলে জানা যায়।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com