ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০ সেপ্টেম্বর অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) এর মাধ্যমে ট্রেজারি চালান সংগ্রহ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল এবং বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ফোরকান হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুন নাহার; ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি অনুযায়ী, শিগগিরই ইউসিবি’র সব শাখার মাধ্যমে বিভিন্ন সরকারি ফি ও রাজস্ব সংগ্রহ করা যাবে এবং সরকারি ট্রেজারিতে জমা করা যাবে। এছাড়া, এই প্রক্রিয়ার ফলে চালান রিয়েল টাইম যাচাই করা যাবে; ফলে চালানের যথার্থতা যাচাই করা সম্ভব হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ