বাংলা৭১নিউজ, ডেস্ক: ইউরো অভিযানে যাওয়ার আগে স্বস্তির জয় পেয়েছে জার্মানি। ফ্রান্সে মহাদেশ সেরার এই টুর্নামেন্টের আগে শেষ প্রস্তুতি ম্যাচে হাঙ্গেরিকে সহজেই ২-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছিল না জার্মানির। গত নভেম্বরে ফ্রান্সের কাছে ২-০ গোলে হারের পর গত মার্চে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারে ইওয়াখিম লুভের দল। ইংলিশদের কাছে হারের তিন দিন পর ইতালিকে ৪-১ গোলে হারায় তারা। কিন্তু গত রোববার ফের স্লোভাকিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে যায় দলটি।
তাই হাঙ্গেরির বিপক্ষে শনিবার রাতের জয়ে স্বস্তির পাশাপাশি মহাদেশ সেরার লড়াইয়ের আগে আত্মবিশ্বাস কিছুটা বাড়ল জার্মানির।
জার্মানির গেলসেনকির্শেনে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা স্বাগতিকরা ৩৯তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায়। বাঁ-দিক থেকে ইয়োনাস হেক্টরের বাড়ানো নিচু ক্রস অ্যাডাম ল্যাংয়ের পায়ে লেগে জালে ঢুকে যায়।
৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার। মারিও গোমেসের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক গাবোর কিরালি; কিন্তু বল বিপদমুক্ত করতে পারেননি। ছুটে এসে ছয় গজ বক্সের মধ্যে থেকে ফিরতি বল জালে জড়ান বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড মুলার।
ইউরোয় জার্মানির প্রথম ম্যাচ ইউক্রেনের বিপক্ষে ১২ জুন। ‘সি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ড।
বাংলা৭১নিউজ/সিএইস