গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভিড় করছেন ভোটাররা।
সকালে পিরুজালী ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষদের উপচে পড়া ভিড়। ইভিএমে ভোট গ্রহণের গতি কিছুটা মন্তর হলেও নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভোটাররা। এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া আছে।
খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়ন তিনটিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে তিন প্রার্থী অংশ নিলেও বিএনপির প্রার্থীরা প্রতীক ছাড়া স্বতন্ত্রভাবে মাঠে আছেন। আর মির্জাপুর ইউনিয়ন পরিষদে জাতীয় পার্টি এবং ভাওয়ালগড় ও মির্জাপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুজন প্রার্থী অংশ নিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মোশারফ হোসেন দুলাল নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির স্বতন্ত্র প্রার্থী হলেন মো. রাকিবুল ইসলাম (ঘোড়া প্রতীক), জাতীয় পার্টির লাঙল প্রতীকে রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে সাখাওয়াত হোসেন এবং আনারস প্রতীকে মো. লতিফ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাওয়ালগড় ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হাজী মো. সালাহউদ্দিন সরকার, বিএনপির স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক আনারস প্রতীকে, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে হাসান আলী, স্বতন্ত্র প্রার্থী মো. গোলাপ মিয়া রজনীগন্ধা প্রতীকে এবং মো. মহিবুল্লাহ রাজা ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পিরুজালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মো. জালাল উদ্দিন, মোটরসাইকেল প্রতীকে বিএনপি নেতা মাসুদুল কবীর এবং আনারস প্রতীকে মো. জহিরুল হক সরকার স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ইভিএমে তিন ইউপিতে ভোটগ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্র প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে।
বাংলা৭১নিউজ/এসএইচ