নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে বুধবার রাতে নির্বাচনের ফল ঘোষণার পর অন্তত ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ওই ইউনিয়নে সদস্য পদে বিজয়ী মো. হারেছ মিয়ার সমর্থকরা এই ভাঙচুরের করেছে বলে অভিযোগ উঠেছে।
একই ইউনিয়নে সদস্য পদে পরাজিত প্রার্থী প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের চাচতো ভাই মো. শফিকুল ইসলামের অভিযোগ, বুধবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর মো. হারেছ মিয়ার সমর্থকরা মিছিল করে তার বাড়িসহ কমপক্ষে ১০টি বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির আসবাব পত্রও ভাঙচুর করে হামলাকারীরা।
রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. লুৎফুর রহমান আকন্দ বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাব।
সদস্য পদে বিজয়ী মো. হারেছ মিয়া তার সমর্থকদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, নিজেরা ভাঙচুর করে আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।
কেন্দুযা থানার ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ