বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আগামীকাল বৃহস্পতিবার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে। ১টি গ্রুপের এলাকায় আতংক সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে ডিক্রিরচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান মিন্টু ফকিরের নির্বাচনী গণসংযোগ করার সময় একদল দুস্কৃতিকারীরা তার ভাই আলমগীর ফকিরকে দেশীয় অস্ত্র দিয়ে অর্তকিত হামলা চালিয়ে এলাকায় আতংকের সৃস্টি করে। এ হামলায় আলমগীর ফকির গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকির জানান, একটি সন্ত্রাসী গ্রুপ নির্বাচনী গণসংযোগ চলাকলীন আমার ভাই আলমগীর ফকিরের উপর এ হামলা চালায়।
অপরদিকে ঈশানগোপালপুর ইউনিয়নে বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান চৌধুরী পংকজকে মঙ্গলবার রাত ১০টার পর থেকে ভোর রাত পর্যন্ত একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র ও মোটর সাইকেল শো-ডাউন দিয়ে তাকে অবরুদ্ধে করে রাখেন বলেন জানান নুরুজ্জামান চৌধুরী পংকজ। তিনি আরো জানান, আমার ভোট কেন্দ্রে পরিদর্শনের জন্য রির্টানিং অফিসারের কাছ থেকে একটি মাইক্রোবাস যার নম্বর ঢাকা মেট্রো হ ৫১-৩৭৪৭ বরাদ্দ নিয়েছিলাম। প্রতিপক্ষ দুস্কৃতিকারীরা ভয়ভীতি হুমকি দিয়ে আমার বরাদ্দকৃত মাইক্রোবাসটি ড্রাইভারসহ তুলে নিয়ে যায়। আমি এ বিষয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডাইরী করেছি। যার নম্বর ২১৬৬, তারিখ ২৮/০৩/২০১৮ইং।
বাংলা৭১নিউজ/জেএস