বাংলা৭১নিউজ, খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলার নিজ বাড়িতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজার সংলগ্ন নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় আজ ভোরে দুর্বৃত্তরা নাহিদ হোসেন মোল্যাকে (৫০) গুলি করে। তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাহিদ হোসেন মোল্যা নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদ মোল্যা বাড়ির দোতলায় জানালা খুলে ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে সন্ত্রাসীদের ছোড়া গুলি তার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। নাহিদ মোল্যা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের বছর খানেক আগে আওয়ামী লীগে যোগ দেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান হত্যার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/সিএইস