বাংলা৭১নিউজ,(খুলনা)প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ইউটিউবে গুজব ছড়ানোর অভিযোগে খুলনার বাগমারা থেকে মো. রুহুল আমিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
বুধবার (৮ এপ্রিল) খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানান।
আটক মো. রুহুল আমিন বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেন, আটক মো. রুহুল আমিন তার নিজের ইউটিউব চ্যানেলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত মর্মে ভিডিও ছেড়ে দেন, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উসকানিমূলক। করোনাভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএম