বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদ‌কের ৫ মামলা শেখ হাসিনা প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর হামাস-হিজবুল্লাহর ২৩০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল চিনি আমদানিতে কমলো ১৫ শতাংশ শুল্ক-কর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরির বয়স দুই বছর ৩৫, স্থায়ীভাবে ৩৩ করার দাবি বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা নাসরাল্লার দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের পুলিশের কাজে গতি ফেরাতে ৫০ গাড়ি, হস্তান্তর ১০ থানায় লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান যমুনা ব্যাংকের পর্ষদ সভা ১৭ অক্টোবর ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইউক্রেনে স্বাস্থ্যসেবায় হামলা, জাতিসংঘের নিন্দা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপলোড সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৯ বার পড়া হয়েছে

ইউক্রেনের বিভিন্ন হাসপাতালে রুশ বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের বিভিন্ন  সংস্থা। অবিলম্বে ইউক্রেনে যুদ্ধবিরতি এবং দেশটির স্বাস্থ্যসেবা কর্মী এবং চিকিৎসা কেন্দ্রগুলির উপর আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা। 

ডব্লিউএইচও-র নজরদারি সংস্থা সিস্টেম ফর অ্যাটাকস অন হেলথ কেয়ার (এসএসএ), জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ), এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিল এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে, স্বাস্থ্যসেবার উপর এ পর্যন্ত ৩১টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

রিপোর্টে রাশিয়ার হামলায় ২৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি অ্যাম্বুলেন্স। জাতিসংঘের এজেন্সিগুলির বিবৃতি অনুসারে, হামলায় এ পর্যন্ত মোট ১২ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে।

বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিউপোলের একটি শিশু হাসপাতালে হামলায় এক তরুণীসহ অন্তত তিনজন নিহত হয়।

জাতিসংঘের প্রজনন স্বাস্থ্য সংস্থার মতে, এর আগেও ইউক্রেনের দুটি প্রসূতি হাসপাতালে হামলা চালানো হলে, সেগুলো ধ্বংস হয়ে যায়।

জাতিসংঘের সংস্থা প্রধানরা রোববার এক বিবৃতিতে বলেছেন, “স্বাস্থ্য পরিচর্যা এবং স্বাস্থ্যকর্মী বিশেষ করে নারী, শিশু এবং অন্যান্য দুর্বল গোষ্ঠীর উপর আক্রমণ, সরাসরি জনগণের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা দেয়ার ক্ষমতাকে প্রভাবিত করছে”।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা ইতিমধ্যেই দেখেছি যে ইউক্রেনের অভ্যন্তরে গর্ভবতী মহিলা, সদ্য মা হওয়া, ছোট শিশু এবং বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে, কিন্তু সহিংসতার কারণে পরিষেবা সুবিধাগুলি ক্রমশ মারাত্মকভাবে সীমিত হয়ে আসছে”।

জাতিসংঘের সংস্থাগুলি সতর্ক করে বলেছে, “ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা স্পষ্টতই বেশ চাপের মধ্যে রয়েছে এবং এর পতনের ফলে সেখানে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এটি যাতে না ঘটে, তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত”।

তারা বলছে, “আমরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি, যেন আমাদের বাধাহীন প্রবেশাধিকার সেখানে প্রয়োজনীয় মানবিক সহায়তা দিতে পারে। ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব”।

বাংলা৭১নিউজ/সূত্র: ভয়েস অব আমেরিকা

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com