রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইনস থেকে সাত কেজি স্বর্ণ (৬০ পিস স্বর্ণের বার) জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। এ সময় সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়।
আজ মঙ্গলবার সকাল ৭টায় ইউএস বাংলার দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪২ বিমানবন্দরে অবতরণের পরে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স গাড়িতে তোলার পর তল্লাশি চালিয়ে ওই ৬০ পিস স্বর্ণের বার জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।
স্বর্ণ চোরাচালানের ঘটনায় ইউএস বাংলার ক্যাটারিং সার্ভিসের কর্মীরা জড়িত বলে ধারণা করছে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিয়াজুর রহমান খান।
বাংলা৭১নিউজ/এমকে