বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছেন দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৫)।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর হস্তক্ষেপে এই বিয়ে বন্ধ হয়। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে মেয়েটির পড়াশোনা চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের এখলাছ উদ্দিনের মেয়ে মাঘান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রিমা আক্তারের (১৫) সাথে গতকাল শনিবার দুপুরে একই গ্রামের হাবিব মিয়ার ছেলে আমীন মিয়ার(২৩) বিবাহের আয়োজন করেছিল উভয় পরিবার।
খবর পেয়ে বেসরকারি সংস্থা স্বাবলম্বী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ্ আল মামুন বাবুকে আইন শৃংখলা বাহিনী নিয়ে সকাল ১১টার দিকে আকস্মিকভাবে মেয়েটির বাড়িতে হাজির হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পরিবারকে ডেকে বাল্য বিবাহ নিষিদ্ধ এবং এর কুফল সম্পর্কে বুঝিয়ে শুনিয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেয়া হবে না শর্তে মুচলেকা আদায় করে বাল্য বিবাহ বন্ধ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেধাবী ছাত্রীটির লেখাপড়া চালিয়ে যাওয়ার সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন।
বাংলা৭১নিউজ/জেএস