বাংলা৭১নিউজ,(বরগুনা)প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবিরের সরকারি গাড়ির সঙ্গে ভাড়ায় চালিত মোটরসাইকেলের সংঘর্ষে মো. বশির পঞ্চায়েত (৫০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ইউএনও মো. হুমায়ুন কবির, মোটরসাইকেলের আরোহী মোফাজ্জেল হোসেন, ইউএনও’র গাড়ি চালক মো. জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। পাথরঘাটা থেকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় দাপ্তরিক কাজে যাওয়ার পথে কাকচিড়ার বাইনচটকী এলাকায় ইউএনও’র গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বশির পঞ্চায়েতের মৃত্যুর হয়। মোটরসাইকেলের যাত্রী মোফাজ্জেলকে প্রথমে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত বরিশাল শেবাচিমে স্থানান্তর করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আরেক জনকে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস