শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিএনপি নেতার মুক্তির দাবিতে গাজীপুরে সমাবেশ, মহাসড়কে তীব্র যানজট একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জাপার বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৩ বার পড়া হয়েছে

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে দশটায় থেকে শুরু হয়ে ১২টা ১০ মিনিটে এ বৈঠক শেষ হয়। রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে এ বৈঠক হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন তার বিশেষ দূত মাশরুম মওলা। তিনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

এক প্রশ্নের জবাবে মাশরুম মওলা বলেন, সামনে সংসদ নির্বাচন। বৈঠকে স্বাভাবিকভাবে নির্বাচনের প্রসঙ্গে আলোচনা হয়েছে। সেখানে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কি না জানতে চেয়েছেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে সেটা এককভাবে অংশ নেবে নাকি জোটবদ্ধভাবে করবে তা জানতে চেয়েছেন। আমরা আমাদের উত্তর দিয়েছি।

জাপার সূত্রে জানা গেছে, ইইউ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন- আগামী নির্বাচন কেমন হবে। এই নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, এই জাতীয় পার্টির সঙ্গে কোনও আলোচনা হয়েছে কি না। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, এইগুলো তারা জানতে চেয়েছেন।

আগামী সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে বলেও জাতীয় পার্টিকে জানানো হয়েছে। এ নিয়ে সরকারের সঙ্গে ইইউ আলোচনা চলছে বলেও জানানো হয়।

জাপার আরেকটি সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির পক্ষ থেকে আগামী নির্বাচন এককভাবে করার কথা এবং তিনশ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও ইইউ রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। একইসঙ্গে বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান অসুস্থতার বিষয়টি বৈঠকে উঠে আসে।

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com