বাংলা৭১নিউজ,ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে দেয়া ব্রিটেনের রায়কে ২৮ জাতির এই সংস্থার ভাঙ্গনের শুরু নয় বলে জোর দাবি করেছেন ইইউ প্রেসিডেন্ট জিন ক্লদে জাঙ্কার।
ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার রায়ের ফলে এতে এ সংস্থার ভাঙ্গনের শুরু হবে কিনা- এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে বেলজিয়ামের রাজাধানী ব্রাসেলসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবিকে ‘না’ বলে উড়িয়ে দেন।
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন স্কোলজ বলেছেন, ইইউ’র অন্যান্য রাষ্ট্রগুলো এই ধরণের ‘ধারাবাহিক প্রতিক্রিয়া’ দেখাবে না। ব্রিটেনের মতো অন্য কেউ এই ‘বিপদজ্জনক পথ’ অনুসরণ করবে না বলে উল্লেখ করেন তিনি।
গতকাল বৃহস্পতিবারের গণভোটে ব্রিটেনের শতকরা ৫১.৯০ ভাগ ভোটার ওই ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে এবং ৪৮.১০ ভাগ ভোটার ইইউতে থেকে যাওয়ার পক্ষে হ্যা ভোট দেয়ার পর তারা এসব মন্তব্য করেন। ইইউতে ব্রিটেনের থেকে যাওয়ার পক্ষে নেতৃত্ব দেয়া প্রধানমন্ত্রী ডেবিড ক্যামেরন অক্টোবর নাগাদ- আগামী শরতে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার রায়ের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, গণভোটের পর এর সম্ভাব্য পরিণাম বিষয়ে মস্কোকে পর্যালোচনা করতে হবে এবং দেশের অর্থনীতির স্বার্থে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
তিনি আরো বলেন, ইইউ থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার ফলে বিশ্বের পণ্য বাজারে অস্থিতিশীলতা তৈরি হবে। তিনি বলেন, ব্রিটেনের গণভোট কেবল ওই দেশটির জন্যই নয় বরং বিশ্ব অর্থনীতি এবং ইউরোপীয় ই্উনিয়নের জন্যও গুরুত্বপূর্ণ।
এদিকে, অষ্ট্রিয়ার ডানপন্থি ফ্রিডম পার্টি বা এফপিও প্রধান ইউরোপীয় ইউনিয়ন প্রসিডেন্ট জাঙ্কার এবং পার্লামেন্ট প্রধান স্কোলজকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/সিএইস