ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার। সুশাসন, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে ইইউ বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সমর্থন করছে এবং আগামী দিনেও সহযোগিতা অব্যাহত থাকবে।
সফররত ইইউ সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা সংক্রান্ত কমিশনার হাদজা লাহবিব সোমবার (৩ মার্চ) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাদজা লাহবিব বলেন, আমি খুব স্পষ্ট বার্তা দিতে চাই যে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। আমরা উভয়েই উভয়ের নির্ভরযোগ্য অংশীদার। সুশাসন, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে ইইউ বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সমর্থন করছে এবং আগামী দিনেও সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াসহ একাধিক ইস্যুতে প্রধান উপদেষ্টাসহ একাধিক উপদেষ্টার সঙ্গে আমার আলাপ হয়েছে।
ইইউর কমিশনার বলেন, আজকে (সোমবার) ইইউর পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সেমিনারের যে উদ্যোগ নিয়েছেন ইইউ সেই উদ্যোগকে স্বাগত জানায়।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উপদেষ্টা সময়োপযোগী উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ নিপীড়িত এবং নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে যেমন মানবিক উদাহরণ সৃষ্টি করেছে ঠিক তেমনি ইইউ-ও গত ২০১৭ সাল থেকে এই সংকট সমাধানে সহযোগিতা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, আমি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছি এবং সেখানে ইইউর সহযোগিতা সরেজমিন দেখেছি। এই সংকট মিয়ানমারে ছাড়িয়ে এই অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এজন্য ভারত, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে ইইউ সহযোগিতা করছে।
বাংলা৭১নিউজ/এসএইচ