রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চুরির মামলা তদন্তে মিললো অবৈধ অস্ত্রের সন্ধান লভ্যাংশ ঘোষণার অনুমতি পেলো যমুনা ব্যাংক বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয়ভাবে উৎসাহিত করে পুরস্কার পাচ্ছেন যারা বিকাশে টেন মিনিট স্কুলের ফি পেমেন্টে ২০০ টাকা ক্যাশব্যাক দফায় দফায় কমছে সোনার দাম, এবার কমলো ৩১৫ টাকা নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল ও মাছের পোনাসহ আটক ৫১ সোমবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ১৫০০ কোটির মাইলফলক ছুঁলো পদ্মা সেতুর টোল আদায় বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দিলো ভারত শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে : স্পিকার প্রাথমিকের শূন্য পদে নিয়োগে পদক্ষেপ নিতে বলল সংসদীয় কমিটি নেত্রীর জন্য জান দেওয়া নয়, সিদ্ধান্ত মানার আহ্বান : দীপু মনি দাবদাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু, আমদানি নয় বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে টর্পেডো সদৃশ বস্তু এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৯-১১ মের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কেবল ব্যবসা করলে চলবে না : শিল্পমন্ত্রী আইনগত সহায়তা পাওয়া করুণা নয় : আইনমন্ত্রী কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা বিনামূল্যে ছাতা-খাবার স্যালাইন পাচ্ছেন ৩৫ হাজার রিকশাচালক

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়া

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ২১৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: অতিরিক্ত সময়ে মান্দজুকিচের গোলে ইতিহাস ক্রোয়েশিয়ার৷ শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়া সত্ত্বেও ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ক্রোটরা৷

৫ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে ১-০ দেন ট্রিপিয়ার৷ ৬৮ মিনিটে পেরিসিচের দুরন্ত গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় ব়্যাকিটিচরা৷ নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে৷ ১০৯ মিনিটে মান্দুকিচের ঐতিহাসিক গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ক্রোয়েশিয়া৷

ম্যাচের বয়স তখন সবে মাত্র ৪ মিনিটে গড়িয়েছে৷ ডেলে আলিকে নিজেদের বক্সের ঠিক বাইরে ফাউল করে বসেন লুকা মদ্রিচ৷ সে যাত্রায় পেনাল্টি এড়ানো গেলেও সুবিধাজনক জায়গা থেকে ফ্রি-কিক পেয়ে যায় ইংল্যান্ড৷ সুযোগ কাজে লাগিয়ে সেট-পিস থেকে গোল করার ধারাবাহিকতা বজায় রাখে ব্রিটিশরা৷ ওয়ালের উপর দিয়ে ডান পায়ের বাঁকানো শটে গোল করেন ট্রিপিয়ার৷ ক্রোয়েশিয়া গোলরক্ষক সুবাসিচের পক্ষে পতন রোধ করার কোনও সুযোগই ছিল না৷

জাতীয় দলের হয়ে এটাই ট্রিপিয়ারের এটাই প্রথম গোল৷ তাও আবার বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে৷ প্রথমার্ধে আরও দু’টি সহজ সুযোগ পেয়েছিল ইংল্যান্ড৷ তবে গোলের ব্যবধান বাড়িয়ে নিতে ব্যর্থ হয় তারা৷ ২৯ মিনিটের মাথায় হ্যারি কেনের একটি অনবদ্য প্রয়াস দুরন্ত ক্ষিপ্রতায় প্রতিরোধ করেন সুবাসিচ৷ না হলে হাফ টাইমের আগেই লড়াই থেকে ছিটকে যেতে পারত ক্রোয়েশিয়া৷

বল দখলের লড়াইয়ে ৫২-৪৮ শতাংশে এগিয়ে থাকলেও ব়্যাকিটিচরা প্রথমার্ধে তেমন একটা ভয় ধরাতে পারেনি ইংল্যান্ড রক্ষণে৷ ব্রিটিশদের তেকাঠি লক্ষ্য করে কয়েকটা শট নিলেও তা আটকে যায় ইংল্যান্ড ডিফেন্সেই৷ ফলে ০-১ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ক্রোয়েশিয়া৷

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অন্যরূপে ধরা দেয় ক্রোয়েশিয়া৷ ব়্যাকিটিচ-মদ্রিচরা মাঝমাঠের দখল নিতেই ইংল্যান্ডের জারিজুরি শেষ হয়ে যায়৷ দ্বিতীয়ার্ধে মুহূর্মুহু আক্রমণে ইংল্যান্ড রক্ষণকে আতঙ্কিত করে তোলে মান্দজুকিচরা৷ ৬৮ মিনিটে পেরিসিচের গোলটা ব্রিটিশ রক্ষণের সেই ত্রাসেরই ফসল৷ যদিও লাফিয়ে উঠে পেরিসিচের অনবদ্য ফাইনাল টাচ চলতি বিশ্বকাপের অন্যতম সেরা ফ্রেম হয়ে থাকবে৷

দু’মিনিটের মধ্যেই ক্রোয়েশিয়া ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিতে পারত৷ তবে ৭০ মিনিটে পেরিসিচের শট পোস্টে লেগে প্রতিহত হওয়ায় সে যাত্রায় রক্ষা পায় ইংল্যান্ড৷

নির্ধারিত সময়ে আর কোনও গোল হয়নি৷ অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও ম্যাচের ফল অপরিবর্তিত থাকে৷ তবে দ্বিতায়ার্ধে আগ্রাসি মদ্রিচদের আটকানোর কোনও ফর্মুলাই ছিল না ইংল্যান্ডের সামনে৷ ১০৯ মিনিটে মান্দজুকিচের গোলের পর বাকি সময়টায় ইংল্যান্ডকে আটকানোর চেষ্টা করার রাস্তায় হাঁটেনি ক্রোয়েশিয়া৷ বরং তারা পাল্টা আক্রমণে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়াই শ্রেয় মনে করে৷ যদিও ২-১’এর পর ম্যাচের স্কোরলাইনে আর বদল হয়নি৷

ক্রোয়েশিয়া শেষবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল দু’দশক আগে৷ ১৯৯৮ সালে আয়োজক ফ্রান্সের কাছে শেষ চারের লড়াইয়ে হেরে গিয়েছিল তারা৷ কাকতলীয়ভাবে এবার ফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ সেই ফ্রান্স৷ সুতরাং কুড়ি বছর আগে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ক্রোটদের সামনে৷

উল্লেখযোগ্য বিষয় হল এর আগে ১৯৯৮ বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করাই ছিল এ পর্যন্ত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সেরা পারফরম্যান্স৷ সেই স্মরণীয় দিনটিও ছিল ১১ জুলাই৷ সেই কুড়ি বছর পর ১১ জুলাইয়েই বিশ্বকাপের ফাইনালে উঠে শাপমুক্তি ঘটল ক্রোয়েশিয়ার৷

ক্রোয়েশিয়া শেষ দশটি বিশ্বকাপ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়ানোর কৃতিত্ব অর্জন করল৷ শেষবার তারা গোল থেকে দূরে ছিল ২০০৬ সালে জাপানের বিরুদ্ধে৷

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com