বাংলা৭১নিউজ, ঢাকা: আফগানিস্তান সিরিজে পেসাররা আশানুরূপ ভালো করতে পারেননি। শেষ পর্যন্ত ওই স্পিনারদের দিয়ে কাজ সারতে হয়েছিল মাশরাফির। তবে এবার ইংল্যান্ড সিরিজে সতীর্থ পেসারদের নিয়ে আশাবাদী তিনি। বলছেন, ‘সফরকারীদের ব্যাটিংয়ের পরীক্ষা নেবে পেসাররা।’ বৃহস্পতিবার মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অধিনায়ক।
ইংল্যান্ড সিরিজটি নানা কারণে বাংলাদেশের কাছে চ্যালেঞ্জের। নিরাপত্তা বিষয়ক আলোচনা তো আছেই, সেই সঙ্গে রয়েছে শক্তিশালী দলকে মোকাবিলার ভাবনা।
প্রায় এক মাসের সফরে ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসে ইংল্যান্ড। শুরু থেকে এদিনই ঢাকায় আসার কথা ছিল তাদের। কিন্তু গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার পর সফরটি নিয়ে শঙ্কা দেখা দেয়। এরপর ইসিবির নিরাপত্তা পরিদর্শকরা বাংলাদেশে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যান। শেষ পর্যন্ত ইসিবি থেকে জানানো হয় নির্ধারিত সময়েই ঢাকায় আসবে তারা।
১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে এই ইংল্যান্ডকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সম্প্রতি আফগানদের বিপক্ষে প্রতিরোধের মুখে পড়লেও ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে খুশি অধিনায়ক, ‘সবাই ফর্মে আছে। আশা করছি দল ভালো করবে।’
ইংল্যান্ড দলের সবাই আসলেও নাম প্রত্যাহার করে নেন নিয়মিত অধিনায়ক মরগান এবং ওপেনার অ্যালেক্স হেলস। এছাড়া ইনজুরির কারণে থাকছেন না অ্যান্ডারসন এবং মার্ক উড। যারা এসেছেন তাদেরই শক্তিশালী বলছেন ম্যাশ।
আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারার পর তৃতীয় ম্যাচে শক্তি দেখিয়ে সিরিজ জেতে মাশরাফির বাংলাদেশ। খারাপ সময়কে এখন তার দল ভালো সময়ে রূপান্তর করতে পারে বলে মনে করেন তিনি, ‘ভালো-খারাপ সময় আসতেই পারে। আমরা আমদের শক্তিতে ফোকাস করছি। একটি ম্যাচে সবকিছু শেষ হয়ে যায় না।’
সফরে তিনটি প্রস্তুতি ম্যাচ ও দুটি ওয়ানডে খেলবে তারা। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।
আগামীকাল মিরপুরে দুপুর আড়াইটায় শুরু হবে প্রথম ওয়ানডে। ৯ ও ১২ তারিখ সিরিজের শেষ দুই ম্যাচ। এরপর রয়েছে টেস্ট সিরিজ।
ইংল্যান্ড দল বাংলাদেশ ছাড়বে ২ নভেম্বর। এখান থেকে সরাসরি তারা চলে যাবে ভারতে। ৯ নভেম্বর থেকে কোহলিদের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি।
বাংলা৭১নিউজ/সিএইস