পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে পাখি শিকার করতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে নাদিম ও এমাম নামের দুই ভাই মারা গেছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুল সংলগ্ন খালপাড় থেকে তাদের লাশ উদ্ধার হয়। স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া নাদিম হক (২০) ও এনাম হক (২৪) বলদিয়া ইউনিয়নের বাসিন্দা আয়নাল হক মিয়ার ছেলে।
ইউপি সদস্য মো. মিজান বলেন, গতকাল শুক্রবার রাতে নাদিম ও এনাম দুই ভাই পাখি শিকার করতে যান। তারা রিপন মিয়ার জমিতে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদ আটকে মারা যান। আজ সকালে স্থানীয়রা জমির পাশের খালপাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন জানান, কৃষক তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম দুই ভাই তা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনের বিদ্যুতে আটকে মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ