বাংলা৭১নিউজ, ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে চলছে দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন।
তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের ঢল এখন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সেই সময়ে মিশে গেছেন বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানও। আজ তারা সম্মেলনে যোগ দিয়েছেন। মূলত মানিকগঞ্জের এমপি ও সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দূর্জয়ের সঙ্গে সম্মেলনে এসেছেন তাসকিন ও মোস্তাফিজ।
বাংলাদেশ সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছে। তাসকিনকে টেস্ট দলে রাখা হয়নি। অন্যদিকে ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন মোস্তাফিজ। দুজনেরই অখ- অবসর। এই সময়ে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে অবসরে ভিন্নতা এনেছেন তারা।
বাংলা৭১নিউজ/এম