বাংলা৭১নিউজ, ঢাকা: ‘আওয়ামী লীগ বুঝেছে, নিরপেক্ষ নির্বাচন হলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। তাই সব স্থানে নিজেদের পছন্দের লোক বসাচ্ছে। তবে সবসময় পছন্দের লোক দিয়ে উদ্দেশ্য পূরণ করা যায় না।’
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
‘নতুন নির্বাচন কমিশন গঠন, নাগরিক প্রত্যাশা ও আগামী জাতীয় নির্বাচন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সৌদি আরব শাখা।
১৯৯২ সালের নির্বাচনের উদাহরণ দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘৯২ সালের নির্বাচনের আগে তৎকালীন সরকার প্রশাসনিক সকল পর্যায়ে তাদের পছন্দ অনুযায়ী লোক নিয়োগ করেছিল। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি।’
উদ্দেশ্য হাসিলের জন্য শেখ হাসিনার মনোনীত লোককে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে, এ অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘সার্চ কমিটি রাষ্ট্রপতির সাথে রাত সাড়ে ৭টায় বৈঠক শেষ করে আর রাত ৯টার মধ্যে নির্বাচন কমিশনের নাম ঘোষণা হয়ে যায়- এমন অতিপ্রাকৃতিক জিনিষ জনগণ আগে কখনো দেখেনি। শেখ হাসিনা আগেই ঠিক করে রেখেছিলেন, নির্বাচন কমিশনে কারা থাকবে।তা না হলে এত অল্প সময়ে পাঁচজন নির্বাচন কমিশনার সম্পর্কে রাষ্ট্রপতির খোঁজ নেওয়া হয়ে গেল?’
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রস্তাবও রাখা হয়নি জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘নাম প্রকাশে অনিচ্ছুক সার্চ কমিটির একজন সদস্য জানিয়েছেন, সার্চ কমিটির সকল সদস্য মিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যাকে মনোনীত করেছিলেন তাকেও প্রধান নির্বাচন কমিশনার করা হয়নি।’
দেশের বর্তমান অবস্থার জন্য প্রবাসীদের লজ্জাজনক অবস্থার মধ্যে পড়তে হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিদেশিরা যখন প্রবাসীদের বলে, তোমাদের দেশের নির্বাচনে তো জনগণের ভোটের প্রয়োজন হয় না- তখন প্রবাসীদের সম্মান কোথায় থাকে? প্রবাসীরা এই অবস্থা থেকে মুক্তি চায়। সৌদি আরব পূর্বাঞ্চল জাতীয়তাবাদী দলের সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সৌদি আরব বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এম