বাংলা৭১নিউজ, বি এম হান্নান, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-১ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরকে চূড়ান্তভাবে মনোনয়ন না দেয়া হলে একযোগে পদত্যাগের হুমকি দিয়েছে আ.লীগ নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে ড. মহীউদ্দীন খান আলমগীরের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় নেতা-কর্মীরা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে গোলাম হোসেন নামের আরো একজনকে মনোনয়ন দেয়া হয়েছে। ড. মহীউদ্দীন খান আলমগীরের পরিবর্তে চূড়ান্তভাবে গোলাম হোসেনকে মনোনয়ন দেয়া হলে অনিবার্যভাবে দলের বিপর্যয়ের দায়-দায়িত্ব কচুয়া উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিবে না। একযোগে দলীয় নেতা-কর্মীরা পদ-পদবী থেকে গণহারে পদত্যাগ করবে।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান শিশির, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়াসহ দলীয় নেতৃবৃন্দ।
বাংলা৭১নিউজ/জেএস