বাংলা৭১নিউজ, ঢাকা: ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির বিষয়ে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে।
তিনি বলেন, ‘মানুষ জেগে উঠলে কেউ এই সরকারকে বাঁচাতে পারবে না। এদেশের মানুষ অলরেডি ফুলে উঠেছে, ফুঁসে উঠেছে। এখন শুধু সময়ের অপেক্ষা করা যে, কখন মানুষ রাস্তায় বেরুবে এবং এই অন্যায়-জুলুম অত্যাচারীদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে।’
শনিবার রাতে নিহত ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর পরিবারকে সহমর্মিতা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এই অনুষ্ঠানে নিহত নুরুল আলম নুরুর স্ত্রী সুমী আখতার, বড় মেয়ে উম্মে হাবিবা মীম, দুই ছেলে নাঈমুল আলম, নুবায়েত আলম ও পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন।
বিএনপি চেয়ারপারসন নুরুর পরিবারের সদস্যদের কাছে টেনে সান্ত্বনা দেন। তিনি নুরুর স্ত্রীর হাতে অনুদানের একটি চেকও তুলে দেন। নুরুর পরিবারের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপি নেত্রী।
গত ৩০ মার্চ রাত সাড়ে ১১টায় নুরুল আলম নুরুকে চট্টগ্রামের বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য পরিচয়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবার। ওই দিন ভোরে তার লাশ রাউজান উপজেলার পাগুয়ান ইউনিয়নের কর্ণফুলী নদীর তীরে খেলাঘাট কৈইয়াপাড়া এলাকায় পাওয়া যায়।
খালেদা জিয়া বলেন, ‘হাসিনার আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন। আজীবন ক্ষমতায় থাকার স্বপ্নের জন্য এরইমধ্যে সে অনেক কাজ করেছে। এ দেশের সে কিছুই রাখেননি, সবই বিক্রি করেছে। আরো বোধহয় বাকি যেটা আছে, সেটাও বিক্রি করে আসবে। কিন্তু দেশ বিক্রি করেও পৃথিবীর ইতিহাসে কেউ রক্ষা পায় নাই। যাদের কাছে দেশ বিক্রি করল, তারা বাঁচাতে আসবে না।’
এ সময় সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আজকে আওয়ামী লীগের হাতে মানুষ রক্তে রঞ্জিত। প্রতিনিয়ত দেশের মানুষকে খুন করছে, হত্যা করছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের সঙ্গে বেইমানি করেছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘আজ দেশের মানুষের সঙ্গে বেইমানি করছে। প্রতিটি বেইমানির জবাব তাকে দিতে হবে। আমি বিশ্বাস করি, দুনিয়াতে তাকে এই জবাবদিহি করতে হবে আর আল্লাহর কাছেও তো তাকে একদিন জবাবদিহি করতে হবে।’
ছাত্র দলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরামুল হাসাসের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. সাহাদাত হোসেন, জেলা যুগ্ম সম্পাদক প্রকৌশলী বেলায়েত হোসেন, নিহত নুরুর মেয়ে উম্মে হাবিবা মীম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাসির, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আসাদুজ্জামান রিপন, হাবিব উন নবী খান সোহেল, মাহবুবুর রহমান শামীম, আনোয়ারুল আজীম, আজিজুল বারী হেলাল, হারুনুর রশীদ, আবদুল আউয়াল খান, শহীদুল ইসলাম বাবুল, অধ্যাপক ফরহাদ হোসেন ডোনার, ফাওয়াজ হোসেন শুভ, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর, আবু সুফিয়ান, জাফরুল ইসলাম চৌধুরী, আবদুল ওয়াদুদ ভুঁইয়া, কাদের গনি চৌধুরীসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এন