রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মশার কয়েলে সাগর পাড়ে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে জেলেদের ৩৭ দোকান পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ‘ভাসানীর জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না’ ইসলামী ব্যাংকে পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের কর্মশালা দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেপ্তার ২ মাসে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ‘১১ বিচারবহির্ভূত হত্যা’ ১৬ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র-চীনের আলাদা স্বার্থ রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম ট্রাফিক আইন লঙ্ঘনে ২৭০৯ মামলা, ৯৮ লাখ টাকা জরিমানা রাজনীতি এখন জনকল্যাণ নয় ব্যবসা: বদিউল আলম মজুমদার কেউ যেন অর্থপাচার না করতে পারে সেই পলিসি করে যাবো: অর্থ উপদেষ্টা বিপ্লবে বাচ্চারা জীবন দেয়, মুরব্বিরা পদ ভাগাভাগি করেন : হাসনাত বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা শিশু জাইফাকে দেখাশোনার কথা বলে বাসা ভাড়া নেন ফাতেমা বাংলাদেশকে বাদ রেখেই শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা? সারাদেশে ২২০ স্টেডিয়াম হবে জুলাইয়ের শহীদদের নামে সারাদেশে কমবে দিন-রাতের তাপমাত্রা, পড়বে কুয়াশা পাবনায় দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

আ.লীগ দেশকে ভোট চুরির অভয়ারণ্য বানিয়েছে: জামায়াত

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে রীতিমতো উপহাসের বিষয় এবং পরিহাসে পরিণত করেছে। বাকশালীরা স্বাধীনতাপরবর্তী সময়ে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করলেও এখন দেশকে ভোট চুরির অভয়ারণ্যে বানানো হয়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শক্তির পতনের কোনো বিকল্প নেই। 

বুধবার সকালে রাজধানীতে নির্বাচন বর্জন ও ভোটারদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বানবিষয়ক কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কর্তৃক ঢাকা-১৪ আসনে লিফটেল বিতরণকালে এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মজলিশে শুরার সদস্য অ্যাডভোকেট আব্দুল হামিদ, জামায়াত নেতা বদরুজ্জামান, মাসুম ও মানিক প্রমুখ।

মাহফুজুর রহমান বলেন, আওয়ামী মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও স্বাধীনতাপরবর্তী সময়ে দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। উদার গণতন্ত্র, সাম্য, আইনের শাসন ও মানবিক মূল্যবোধ মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা হলেও মাফিয়াতন্ত্রীরা এখন জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পেশিশক্তির জোরে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠাকে মুক্তিযুদ্ধের চেতনা বানিয়েছে।

আর তথাকথিত সেই চেতনার ধ্বজাধারীরা পুরো দেশকেই পুতুল নাচের নাট্যশালা বানিয়েছে। তাই দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি প্রহসনের নির্বাচনি তফসিল বাতিল, অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ এবং নির্বাচনকালীন কেয়ারটেকার দাবি আদায়ে সবাইকে রাজপথের আন্দোলন জোরদার করার আহ্বান জানান। 

মিরপুর-১১-তে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিশে শুরা সদস্য এ ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য ওমর ফারুক, জামায়াত নেতা এস খান পাপ্পু, মোয়াজ্জেম হোসেন। 

বিমানবন্দর সড়কে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ঢাকা মহানগর উত্তরের সহসাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হোসাইন আহমেদ, শ্রমিক নেতা আবদুল হালিম, আবু সাইদ মিন্টু, মো. সেলিম উদ্দিন, মজিবুর রহমান ও ছাত্রনেতা জুলকারনাইম প্রমুখ।

মগবাজার চৌরাস্তায় লিফলেট বিতরণে ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু জোনায়েদ, এ হোসাইন, আশিকুর রহমান ও আব্দুল বাছির প্রমুখ।

পান্থপথে গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি এএস মণ্ডল, জামায়াত নেতা আবু জুনাইরা, তাজউদ্দিন, তানভীর সাইমুন, শ্রমিক নেতা এ হোসেন, ছাত্রনেতা তাফহীম,  আসিফুল হক ও ইসমাঈল চৌধুরী প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com