সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

আ.লীগ কি ফুলের বাগানের কিনারে দাঁড়িয়ে?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৯৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যদি গভীর খাদের কিনারে দাঁড়িয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ কিসের কিনারে দাঁড়িয়ে আছে? তারা কি বিশাল ফুলের বাগানের কিনারে দাঁড়িয়ে আছে?

আজ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ এক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের রাজনীতি বা গণতন্ত্র নয়, বিএনপিই এখন গভীর খাদের কিনারে। এর জবাবে রিজভী এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ কি বিশাল ফুলের বাগানের কিনারে দাঁড়িয়ে আছে? ধাক্কা খেয়ে পড়লে পরে ওই কিনার থেকে আপনারা চামেলি, গোলাপ, বেলি, চন্দ্র মল্লিকার মধ্যে পড়ে যাবেন? তিনি বলেন, ‘আপনারা এমন একটি কিনারে দাঁড়িয়ে আছেন, শুধু ছোট্ট একটি ধাক্কা খেলেই সিটি করপোরেশনের ভাগাড়ের মধ্যে পড়ে যাবেন।’ আওয়ামী লীগ চোরাবালির মধ্যে দাঁড়িয়ে আছে এবং এই চোরাবালির অতলে দলটি তলিয়ে যাবে বলেও মন্তব্য করেন রিজভী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের লোকজ সংগীতের অনেক বিখ্যাত শিল্পী আছেন, মরমি শিল্পী তাঁরা। আবদুল কুদ্দুস বয়াতি, আবদুর রহমান বয়াতি। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একজন বয়াতির আবির্ভাব হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বয়াতি ওবায়দুল কাদের।’ তিনি বলেন, উদ্ভট, অদ্ভুত সব গান গেয়ে যাচ্ছেন তিনি। মানুষ শুনছে কী শুনছে না, সেদিকে তাঁর কোনো খেয়াল নেই। তিনি গেয়েই যাচ্ছেন। মানুষ কী প্রতিক্রিয়া দিচ্ছেন, সেটাও তিনি ভাবছেন না।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বর্তমান প্রধানমন্ত্রী ইতিহাসে জায়গা করে নেবেন, তবে তা হবে নেতিবাচক ইতিহাসে। বর্তমান সরকারের গুম, খুন, হত্যা, নির্যাতনের কারণে প্রধানমন্ত্রী নেতিবাচক ইতিহাসে জায়গা করে নেবেন। তিনি বলেন, চারদিকে সব জায়গায় মানুষ আতঙ্কের মধ্যে আছে। সবার চিন্তা, কখন কার সন্তান নিরুদ্দেশ হয়ে যায়। এ আতঙ্ক থেকে মানুষ মুক্তি চায়। সে জন্য এই সরকারের প্রতি মানুষের আর কোনো আস্থা নেই।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com