বাংলা৭১নিউজ,ঢাকা : আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ইশতেহার তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।
আজ বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠককালে এ কথা তিনি।
পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠককালে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম সাংবাদিকদের এ বিষয়গুলো জানিয়েছেন।
দীর্ঘ দুই বছর পর আজ বিকেলে নিজের রাজনৈতিক কার্যালয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী। সে সময় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু ট্রাস্টের নামে কেনা ভবন পরিদর্শন করেন তিনি।
বাংলা৭১নিউজ/এন