বাংলা৭১নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের চার নেতা-কর্মী হত্যা মামলায় ২৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহার ১৯ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলার অপর চার আসামি পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০০২ সালে আড়াইহাজারে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে বাসা থেকে ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়।
বাংলা৭১নিউজ/এন