বাংলা৭১নিউজ,ঢাকা: সাম্প্রতিক নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহকালে আহত সাংবাদিকদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা এবং তাদের ওপর হামলাকারীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে সরকারের তৎপরতার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভা কক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যদেও সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা জানান।
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম, সচিব আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সাথে সভায় যোগ দেন বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ডিউজে সভাপতি আবু জাফর সূর্য ও দু’সংগঠনের সাধারণ সম্পাদক যথাক্রমে শাবান মাহমুদ ও সোহেল হায়দার চৌধুরীসহ নির্বাহী সদস্যবৃন্দ।
সকল ভেদভুলে মুক্তিযুদ্ধের পক্ষে দেশ গড়তে সভায় একমত পোষণ করেন সাংবাাদিক নেতৃবৃন্দ।
বাংলা৭১নিউজ/এসআর