বাংলা৭১নিউজ, সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি পাঠানপাড়ায় ‘জঙ্গি’ আস্তানার বাইরে দুটি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বিকেল পৌনে ৫টার দিকে অ্যাম্বুলেন্স দুটি ঘটনাস্থলে আনা হয়।
এদিকে সোয়াত টিমও তাদের কাজ শুরু করেছে। শিববাড়ির পাঁচতলা ওই বাড়িটি ঘিরে রেখেছেন তারা।
বিকেল ৩টা ৫২ মিনিটে সোয়াতের একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে সোয়া ৪টার দিকে আসে চার সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ দল।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে নারীসহ একাধিক ‘জঙ্গি’র অবস্থান বলে পুলিশের ধারণা।
বাংলা৭১নিউজ/এম