বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদ‌কের ৫ মামলা শেখ হাসিনা প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর হামাস-হিজবুল্লাহর ২৩০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল চিনি আমদানিতে কমলো ১৫ শতাংশ শুল্ক-কর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরির বয়স দুই বছর ৩৫, স্থায়ীভাবে ৩৩ করার দাবি বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা নাসরাল্লার দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের পুলিশের কাজে গতি ফেরাতে ৫০ গাড়ি, হস্তান্তর ১০ থানায় লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান যমুনা ব্যাংকের পর্ষদ সভা ১৭ অক্টোবর ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আসাম-মেঘালয়ে অতিভারী বর্ষণের আভাস, বাড়বে দেশেও

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: মৌসুমি বায়ু হিমালয় ও সাব-হিমালয় অঞ্চলে ছেঁয়ে যাওয়ায় ভারতের আসাম ও মেঘালয়ে আগামী তিনদিন ব্যাপক ভারী বর্ষণের আভাস রয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য দু’টি বাংলাদেশের উত্তরের সীমান্ত লাগোয়া।

যে প্রধান নদ-নদীগুলোর কারণে দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে, সেগুলোর বেশ কয়েকটি এই রাজ্য দু’টির পাহাড়ি ঢলেই ফুলে ফেঁপে একাকার হয়ে যায়।

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ (দার্জিলিং), সিকিম, আসাম ও মেঘালয়ে ব্যাপক বর্ষণ হবে। এক্ষেত্রে বৃষ্টিপাতে পরিমাণ ছাড়িয়ে যেতে ২০০ মিলিমিটার, যেখানে ৯০ মিলিমিটার বর্ষণ হলে অতিভারী বর্ষণ হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদী-ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, ঘাঘট, সুরমা, কুশিয়ারা, যমুনা, মেঘনার পানি বিপৎসীমা অতিক্রম করে ভারতের ওইসব এলাকায় ভারী বর্ষণের কারণে।

জুনের শেষেও যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলো, তা ভারতে সে সময় সাতদিন ধরে অতিবৃষ্টির কারণে। বর্তমানে সে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতর দীর্ঘমেয়াদী পূর্বাভাসে সম্প্রতি জানিয়েছে, জুনের চেয়েও জুলাই মাসে বড় বন্যার আশঙ্কা রয়েছে বেশি বর্ষণের কারণে।

ইতোমধ্যে দেশেও বৃষ্টিপাত বাড়তে শুরু করেছে। আগামী পাঁচদিনে আরো বাড়ার আভাস রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এ অবস্থায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৮ জুলাই) দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে, ৫৮ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

বাংলা৭১নিউজ/জেআই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com