অনলাইনে প্রকাশিত হয়েছে কবি কামাল চৌধুরীর কবিতা ‘১০ জানুয়ারি ১৯৭২’র আবৃত্তির ভিডিও। কবিতাটি আবৃত্তি করেছেন নন্দিত অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কবিতাটি লিখেছিলেন কবি কামাল চৌধুরী। আর বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবসে এটি আবৃত্তি করেছিলেন আসাদুজ্জামান নূর। এটি সম্প্রতি মুজিব হান্ড্রেড মিডিয়া সেলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর দেশে ফেরার সেই ঐতিহাসিক দিনটি স্মরণ করিয়ে দিতেই এ আয়োজন বলে জানিয়েছেন আসাদুজ্জামান নূর।
এর আগে গত বছর করোনা নিয়ে লেখা কবি মিনার বসুনীয়ার ‘ঈশ্বর হোক সবার’ কবিতাটি আবৃত্তি করে শ্রোতার প্রশংসা কুড়িয়েছেন আসাদুজ্জামান নূর। এর ভিডিও নির্মাণ করেছিলেন সঞ্জয় সরকার মুক্তনীল।
একই সঙ্গে বাপ্পা মজুমদারের সংগীতে এই কবিতার কয়েকটি চরণ গেয়েছিলেন শিল্পী নকীব খান।
ভিডিও :
বাংলা৭১নিউজ/এআর