বাংলা৭১নিউজ,ঢাকা: মোসাদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রাষ্ট্রদ্রোহের মামলায় রিমান্ড আবেদনের শুনানি আগামীকাল এবং বাকী দুই মামলায় ৬ জুন শুনানির দিন ধার্য করেছেন আদালত।
সোমবার সকালে, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। গত বছর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে মতিঝিল ও লালবাগ এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা ২ মামলায় ২০ দিন এবং সরকার উৎখাতের উদ্দেশ্যে মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বৈঠকের অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
গত ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে আসলাম চৌধুরীকে আটক করে পুলিশ।
বাংলা৭১নিউজ/এসএইস