দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঢাকায় নির্ধারিত হচ্ছে বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘এটা কোনো নির্বাচন নয়। গণমাধ্যমে আপনারা প্রতিদিন দেখছেন এখানে ভোট ভাগাভাগি হচ্ছে। ৭ তারিখের ভোটের ফলাফল ঢাকায় বসে নির্ধারণ হচ্ছে। ৭ তারিখে কোনো নির্বাচন হবে না।’
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে মঈন খান এসব কথা বলেন।
তিনি বলেন, রাজধানীতে ভোটের সিট ভাগাভাগি করে ফলাফল নির্ধারণ করা হচ্ছে, সেটি ৭ তারিখে শুধুমাত্র ঘোষণা করা হবে। ৭ তারিখে যে কোনো ভোট হবে না সেটা দেশের মানুষের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়ে গেছে।
মঈন খান বলেন, ‘সুষ্ঠ ভোটে আওয়ামী লীগ জয়লাভ করলে, আমি সর্বপ্রথম অভিনন্দন জানাবো।কিন্তু দেশের বাস্তবতা এখন ভিন্ন। আপনারা মানুষকে ভয় পান। মানুষের ভোটকে ভয় পান। সে জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা ভোট ভাগাভাগিতে এখন ব্যস্ত।
এখন যেটা হচ্ছে সেটা নির্বাচন নয়, সেটা হচ্ছে বানরের পিঠে ভাগাভাগি। সেই কাজ আপনারা প্রকাশ্যে করছেন, আপনারা জাতিকে কলঙ্কিত করছেন। যে দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছিল সেই দেশে এ নির্বাচনের প্রহসন চলতে পারে না।’
বাংলা৭১নিউজ/এসএন