ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় মাইক্রোবাস হতে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। মঙ্গলবার (১৯ জানুয়ারি) র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- আবুল বাশার (৬০), কুমিল্লা, বাশার মিয়া (৬০), কুমিল্লা এবং মোশারফ হোসেন (২২), কুমিল্লা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসের মাধ্যমে বিশেষ কায়দায় রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের কাছে সরবরাহ করে আসছিল। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এআর