সাভারের আশুলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ জুলাই) বিকেলে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
আটক মাসুদ হোসেন শেরপুর জেলার সদর থানার মনির হোসেনের ছেলে। সে আশুলিয়ার ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে চাকরি করে।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, বিকেলে আমার বড় ছেলে ঘরে খাচ্ছিলো। ছোট ছেলেটাকে নিয়ে আমিও ঘরে ছিলাম। আমার স্বামী ছিলো দোকানে। তখন চার বছরের মেজো মেয়েটা পাশের বাসার সামনে খোলা জায়গায় কয়েকটা বাচ্চার সঙ্গে খেলছিলো। এ সময় তাকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মাসুদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/এসএম