বাংলা৭১নিউজ, সাভার ও আশুলিয়া : রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভার আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল দেওয়ান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার রাত ৩টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
রাসেল আশুলিয়ার নিরিবিলি এলাকার পিয়ার আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগকর্মী ছিলেন বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য, রাসেল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাভারে চারটি, আশুলিয়ায় নয়টি ও মানিকগঞ্জ সদর থানায় একটিসহ ১৪টি মামলা রয়েছে।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদের জানান, বিভিন্ন মামলার আসামি রাসেলকে শনিবার রাতে সাভারের নিরিবিলি এলাকার নিজ বাড়ি থেকে দু’টি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
পরে তার দেয়া তথ্যে অস্ত্র ও সহযোগীদের আটকের জন্য রাতে কুরগাঁও চারিপাড়া এলাকায় অভিযানে যায় পুলিশ।
এ সময় রাসেলের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাসেলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বাংলা৭১নিউজ/এম