ঢাকার আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাল এলাকায় মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা।
এ সময় বক্তারা বলেন, বুধবার সকালে ওই সড়কে ইতিহাস ও শতাব্দী পবিহনের বাসের রেষারেষিতে প্রাণ যায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়ার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাকিব। অবিলম্বে এসব দুর্ঘটনা রোধে দক্ষ চালক, ট্রাফিক আইন ও ওভারস্পিড নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলাবাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
বাংলা৭১নিউজ/এএম