সাভারের আশুলিয়ার একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিইপিজেডরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (০২ মে) দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার আজমেরী প্লাজা সংলগ্ন মো. মুরাদের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকার একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ডিইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মকর্তা রউফ উজ্জমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে করতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গোডাউনে তুলা ও কাপড় ছিল। তাই আগুন নিঢন্ত্রণে কিছুটা সময় লেগেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ