ঢাকার আশুলিয়ায় বাইপাইল এলাকায় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১৪ হাজার ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার ওই ব্যক্তির নাম সুজন মোল্যা (৩০)। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
শনিবার (১৫ জুলাই) তাকে গ্রেফতারের তথ্য জানান র্যাব-৪ এর স্টাফ অফিসার (মিডিয়া) এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী।
তিনি বলেন, শনিবার (১৪ জুলাই) র্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান চালায়। এসময় ১৪ হাজার ৪৯০ পিস ইয়াবাসহ সুজন মোল্যা নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়ায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতো।
সুজন মোল্যার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচবি