বাংলা৭১নিউজ,আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ভানু চন্দ্র দাস (৪৫) নামে এক গ্রামপুলিশকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সকাল পৌনে ১০টার দিকে উপজেলার তালশহর ইউনিয়নের তালশহর-বাহাদুরপুর সড়কের ইব্রাহিম মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ভানু ওই ইউনিয়নের তালশহর গামের হরি চন্দ্র দাসের ছেলে। তিনি তালশহর ইউনিয়নে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান আমির হোসেনের গাড়িতে তেল ভর্তি করার জন্য চালকের সঙ্গে ওই গ্রাম পুলিশ সদস্য সরাইল বিশ্বরোড পাম্পের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তালশহর-বাহাদুরপুর সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা গাড়িটির গতিরোধ করে।
পরে অটোরিকশা থেকে তিন-চারজন যুবক অস্ত্র হাতে বের হলে গাড়ি চালক দৌঁড়ে পালিয়ে যান। এ সময় ওই যুবকরা গাড়িতে থাকা গ্রাম পুলিশ ভানু চন্দ্র দাসকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।।
বাংলা৭১নিউজ/এসকে