শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিএনপি নেতার মুক্তির দাবিতে গাজীপুরে সমাবেশ, মহাসড়কে তীব্র যানজট একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম

আশিককে হত্যার পর খাটের নিচে লুকিয়ে রাখে স্কুলছাত্র তুহিন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ১৫১ বার পড়া হয়েছে
নিহত আশিক। ছবি: সংগৃহীত

বাংলা৭১নিউজ,(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম আহম্মেদ তুহিন (১৪) বলাৎকারে বাধা পেয়ে প্রতিবেশী তৃতীয় শ্রেণীর ছাত্র শিশু আশিকুর রহমান আশিককে (৮) হাত-পা বেঁধে মাথায় লাঠির আঘাতে হত্যা করে। লাশ গুম করতে লাশ বস্তায় তুলে খাটের নিচে রেখে সে। পরে লাশ গুমে সহযোগিতা করেন তার বাবা, মা ও বড় ভাই।

বৃহস্পতিবার শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন এ সব তথ্য দিয়েছে।

নিহত শিশুর বাবা মঞ্জু মণ্ডল শেরপুর থানায় গ্রেফতার তুহিন তার বাবা, মা ও বড় ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

পুলিশ জানায়, নিহত শিশু আশিক শেরপুর উপজেলার কৃষ্ণপুর পূর্ব যমুনাপাড়ার মঞ্জু মণ্ডলের ছেলে। সে স্থানীয় শেরুয়া আদর্শ স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত। বুধবার বিকাল ৩টার দিকে শিশু আশিক নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি।

পরে সন্ধ্যার দিকে পাশে তুহিনদের বাড়ির একটি ঘরে খাটের নিচে আশিকের বস্তাবন্দি লাশ পাওয়া যায়। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে আশিকের লাশ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য তুহিন, তার বাবা সুরুজ্জামান, মা হামিদা পারভিন ও ভাই সোহাগকে থানায় আনা হয়।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, স্থানীয় ধরমোকাম উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম আহম্মেদ তুহিন বলাৎকারে অভ্যস্ত হয়ে পড়ে। সে সুযোগ পেলে অন্য শিশুদের বলাৎকার করে। তুহিন প্রতিবেশী আশিককে বেশ কয়েকবার বলাৎকারের প্রস্তাব দিয়েছিল।

বুধবার বিকালে তুহিন আবারও আশিককে এ কুপ্রস্তাব দেয়। শিশু আশিক রাজি না হওয়ায় তুহিন কৌশলে তাকে নিজ বাড়ির একটি ঘরে নিয়ে যায়। এরপর সে হাত-পা বেঁধে আশিককে বলাৎকারের চেষ্টা করে।

বাধা দিলে সে আশিকের গলাটিপে ধরে। এতেও কাজ না হওয়ায় ‘মানসিক বিকারগ্রস্ত’ কিশোর তুহিন বাঁশের লাঠি দিয়ে শিশু আশিকের মাথায় ২-৩টি আঘাত করে। কিছুক্ষণের মধ্যে আশিক মারা গেলে তার লাশ বস্তায় তুলে খাটের নিচে লুকিয়ে রাখে।

ওসি আরও জানান, সিয়াম আহম্মেদ তুহিন বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বলাৎকারে রাজি না হওয়ায় সে শিশু আশিকুর রহমান আশিককে মাথায় আঘাতের মাধ্যমে হত্যার দায় স্বীকার করেছে।

জবানবন্দি রেকর্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তাকে বগুড়ার জেল সুপারের মাধ্যমে যশোরের পুলেরহাটে শিশু কিশোর সংশোধনাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।

এছাড়া তার বাবা সুরুজ্জামান, মা হামিদা পারভিন ও ভাই সোহাগকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই পুতুল মোহন্ত।

বাংলা৭১নিউজ/পিআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com