সাতক্ষীরার আশাশুনিতে মাটিবাহী ট্রাকের চাপায় উর্মিলা মন্ডল (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার( ৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোয়ালডাঙ্গা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত উর্মিলা উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মানসিক ভারসাম্যহীন রঞ্জন মন্ডলের স্ত্রী।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে দিনমজুর হিসেবে কাজ করতে মাঠে যাচ্ছিল উর্মিলা। স্থানীয় সত্যরঞ্জন মন্ডলের বাড়ির পাশে পৌঁছালে মাটিবাহী দুটি ট্রাক একটি অন্যটিকে পাশ কাটানোর চেষ্টা করে। এসময় একটি ট্রাক উর্মিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উর্মিলা নিহত হন।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালাতক।
বাংলা৭১নিউজ/এসএইচ