বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৯ মার্চ সমাবেশের অনুমতি চেয়ে একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে হস্তান্তর করেছেন বিএনপির প্রতিনিধিদল। আজ মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধদল সচিবালয়ে গিয়ে এ চিঠি হস্তান্তর করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘সমাবেশের অনুমতির বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি। যেহেতু ডিএমপি আমাদের অনুমতি দেন না, স্বরাষ্ট্রমন্ত্রীই তাদের সর্বোচ্চ প্রশাসন। তাই তার কাছেই আমরা একটি চিঠি দিয়েছি।’
তিনি বলেন, ‘আমরা সব সময়ই আশাবাদী। এবারও আশাবাদী, ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পাব।’
নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২২ ফেব্রুয়ারি এবং পরে ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল দলটি। কিন্তু, সমাবেশের অনুমতি পায়নি বিএনপি।
এরপর সোহরাওয়ার্দী উদ্যানে ২৯ মার্চ সমাবেশ করতে চেয়ে অনুমতির জন্য গত ১৯ মার্চ ঢাকা মহানগর পুলিশ ও গণপূর্ত অধিদফতরকে চিঠি দেয় বিএনপি।
কিন্তু, সে আবেদনেও সাড়া না পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চিঠি দিলেন।
বাংলা৭১নিউজ/জেএস