বাংলা৭১নিউজ,ঢাকা: আবারও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন আশরাফুল আলম খোকন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, মুহাম্মদ আশরাফুল আলম খোকনকে ৭ জানুয়ারি ২০১৯ অথবা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) গ্রেড-৪ এ মাননীয় প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এর আগে ২০১৩ সালের ১৮ আগস্ট প্রথমবারের মতো এক বছরের চুক্তিভিত্তিক মেয়াদে প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। একবছর পর তা নবায়ন করে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অর্থাৎ, গত মেয়াদের শেষদিন পর্যন্ত আশরাফুল আলম খোকনের মেয়াদ বাড়ানো হয়েছিল।
গাজীপুর জেলার কাপাশিয়ার সন্তান আশরাফুল আলম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন।
বাংলা৭১নিউজ/এসই