বাংলা৭১নিউজ, ঢাকা: ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিন আর নেই। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সংবাদ মাধ্যমকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আশরাফুল।
তিনি জানান, বেশ কিছুদিন যাবত তার বাবা হৃদরোগে ভুগছিলেন। ১০ বছার আগে তার হার্ট অপারেশন ও হার্টে রিং পড়ানো হয়েছিল।
আশরাফুল জানান, গত ১১ সেপ্টেম্বর থেকে তার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে তিনি মারা যান।
আশরাফুল বাবার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি জানান, বাবার মরদেহ গ্রামের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।
বাংলা৭১নিউজ/সিএইস