বাংলা৭১নিউজ, ঢাকা: আফগানিস্তানের কান্দাহারে নিহত হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত আল কায়দার জঙ্গিনেতা তারিক ওরফে সোহেল। AQIS-এর প্রধান বুধবার তারিকের মৃত্যুর খবর ঘোষণা করে। তারিক ওরফে সোহলই ছিল আল কায়দার বাংলাদেশ প্রধান।
আল কায়দার ভারতীয় উপমহাদেশীয় সংগঠন AQIS-এর প্রধান অসীম উমরের বিবৃতি উদ্ধৃত করে ঢাকার একটি ইংরেজি অনলাইনে তারিকের মৃত্যুর খবর জানায়।
সোহেলকে আল কায়দার বাংলাদেশ শাখা‘আনসার আল ইসলাম’-এর প্রধান বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তারিক ভাই (আল কায়দার বাংলাদেশ বিষয়ক প্রধান) কান্দাহারের মরুভূমিতে পানি সরবরাহ করতে গিয়ে মারা গিয়েছেন। বাংলাদেশে ইসলামি শাসনব্যবস্থার বসন্ত ফিরে আসবে, এমনই প্রত্যাশা ছিল তাঁর।
এদিকে, আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরিও আলাদা বিবৃতিতে জানিয়েছেন, সোহেল ছাড়াও কাজি আব্দুল আজিজ ওরফে আব্দুল হালিম, ইয়াকুব ওরফে সাদ্দাম হোসেন, আসাদুল্লাহ ওরফে নাজিমুদ্দিন মাইমুন, আবু ইব্রাহিম ওরফে সাইফুল ইসলাম হাসান এবং আবু বকর ওরফে আনুজ হাসিব নিহত হয়েছে।
২০১৫ সালের ডিসেম্বরে প্রকাশিত এক বিবৃতিতে রোহিঙ্গাবিরোধী নির্যাতনের বদলা নেওয়ার জন্য লড়াই করতে বাংলাদেশের মুসলিম তরুণদের আহ্বান জানিয়েছিল একিউআইএস। ২০১৪ সালের শেষের দিকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমারে জেহাদ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যের কথা জানিয়ে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা গঠিত হয়। এর সদর দফতর করা হয় পাকিস্তানে।
AQIS বাংলাদেশে বিভিন্ন হত্যাকাণ্ডের দায় স্বীকার করার পর, ২০১৫ সালে সংগঠনটির বাংলাদেশ শাখা আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশের বহিষ্কৃত মেজর জিয়াউল হক ওরফে জিয়া হলেন আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা। তিনিই আনসার আল ইসলামের অপারেশনাল উইং চিফ বলে মনে করা হয়।
বাংলা৭১নিউজ/সিএইস