সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এবার ভারতে দুই শিশুর শরীরে মিললো এইচএমপিভি চারদিনে রেমিট্যান্স এলো ২৭৬৫ কোটি টাকা বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে বেপজাকে: প্রধান উপদেষ্টা মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫ সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর নামে দুর্নীতির ২ মামলা খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক ঘরে ফিরেই জ্বলে উঠেছে সিলেট বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা ডিজিটাল কোর্ট করে দেননি কেন? পলককে বিচারকের প্রশ্ন কোন ডিবি সাধারণ পোশাক পরে আসামি গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা গাজীপুরে আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনে সুযোগ দেওয়া যেতে পারে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর বিসিএসে বয়স বৃদ্ধিতে ১ সপ্তাহের আল্টিমেটাম দিল চিকিৎসকরা সপ্তাহে ১ দিন কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের বিএনপি নেতার মৃত্যুর খবরে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির সুনামগঞ্জে সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন কর্মকর্তার পদোন্নতি

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান ও মোঃ আবদুল্লাহ আল-মামুন সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে মোহাম্মদ নাদিম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও), আবেদ আহাম্মদ খান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এবং মোঃ আবদুল্লাহ আল-মামুন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার ব্যবস্থাপক হিসেবে এ ব্যাংকে কর্মরত ছিলেন।

মোহাম্মদ নাদিম ২০০৪ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিএফও হিসেবে যোগদানের মাাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ২০০৩ সালে ইনস্টিটিউট অফ চাটার্ড একাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) থেকে রহমান রহমান হক চাটার্ড একাউন্ট্যান্টস এর অধীনে চাটার্ড একাউন্ট্যান্টস ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং বিষয়ে তিনি ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। প্রফেশনাল জ্ঞানের পাশাপাশি তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানে প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালাতে অংশগ্রহণ করেছেন। 

আবেদ আহাম্মদ খান ১৯৮৮ সালে গ্রামীণ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদান করেন। তিনি মানব সম্পদ বিভাগ, বিনিয়োগ বিভাগ বিশেষ করে এসএমই বিনিয়োগসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০১৫ সালে ব্যাংকে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন এবং তখন থেকে তিনি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আবেদ আহাম্মদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন এবং ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই ও মায়ানমারসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। 

মোঃ আবদুল্লাহ আল-মামুন জামালপুরের সদর উপজেলার হেলেঞ্চা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক ও ¯াœাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে এ ব্যাংকে প্রথম ব্যাচে প্রবেশনারি অফিসার হিসাবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন শাখায় জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ বিভাগ ও বৈদেশিক বানিজ্য বিভাগে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি উত্তরা মডেল টাউন শাখা ও দিলকুশা শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে শিক্ষা ছুটি নিয়ে তিনি কানাডার টরন্টোর সেনটেনিয়াল কলেজ স্কুল অফ বিজনেস থেকে ফিন্যান্সিয়াল প্লানিং এর উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করে পুনরায় ২০১৪ সালে ব্যাংকে যোগদান করেন।

২০১৫ সাল থেকে অদ্যাবধি মোঃ আবদুল্লাহ আল-মামুন মতিঝিল শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুরসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। 

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com