বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

‘আল্লাহর নামে’ ছেড়ে দেয়া ষাঁড় রাতের আঁধারে জবাই

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(ঝালকাঠি)প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ‘আল্লাহর নামে’ রাস্তায় ছেড়ে দেয়া ষাঁড় রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রি করে দেয়া হয়েছে। শনিবার রাতে বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি বাজারে এ ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানা পুলিশের এক এসআইয়ের (উপপরিদর্শক) সহযোগিতায় ষাঁঢ়টি জবাই করেন মো. শহিদুল ইসলাম খান নামে এক স্কুলশিক্ষক ও রঙ্গশ্রী ইউনিয়নের মেম্বার মো. বেল্লাল শিকদার।

শহিদুল ইসলাম খান সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক ও বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের মহিলা মেম্বার আসমা আক্তারের স্বামী।

রোববার বিকেলে ষাঁড়টি জবাইয়ের ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন মো. আমির আলী তালুকদার নামে এক ব্যক্তি। ষাঁড়টিকে নলছিটির চৌদ্দবুড়িয়া এলাকা থেকে তাঁড়িয়ে নিয়ে রাতের আঁধারে বাখরকাঠি বাজারে জবাই করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। নলছিটি থানা পুলিমের ডিউটি অফিসার এএসআই শহিদুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে প্রায় ১২ বছর আগে আল্লাহর নামে একটি ষাঁড় ছেড়ে দেয়া হয়।

শনিবার রাতে বাকেরগঞ্জের তবিরকাঠি গ্রামের বাসিন্দা মো. বশির শিকদার, স্কুলশিক্ষক মো. শহিদুল ইসলাম খান, তার স্ত্রী রঙ্গশ্রী ইউনিয়নের মহিলা মেম্বার আসমা আক্তার, মেম্বার বেল্লাল শিকদারসহ ৩৫-৪০ জন ব্যক্তি এক লাখ ২৫ হাজার টাকা মূল্যের ষাঁড়টিকে তাড়া করে চৌদ্দবুড়িয়া এলাকা থেকে বাখরকাঠি বাজারে নিয়ে যান। সেখানে রাত দেড়টার দিকে ষাঁড়টিকে জবাই করেন তারা।

বাখরকাঠি বাজারের একাধিক ব্যবসায়ী জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাখরকাঠি বাজার সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ষাঁড়টির পায়ে আঘাত পায়। কিছুক্ষণ পর বাকেরগঞ্জ থানা পুলিশের এসআই মো. মাজহারুল ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার আসমা আক্তার, বেল্লাল শিকদার, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে আসেন। তারা ষাঁড়টির চিকিৎসার ব্যবস্থা না করে মহাসড়কের পাশে ফেলে জবাই করে দেন। এমনকি ঘটনাটি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করা হয়নি। ভোর হওয়ার আগেই অর্ধেক মাংস ভাগ-বাটোয়ারা করে নিয়ে যান তারা। বাকি অর্ধেক বিক্রি করে ৩৫ হাজার টাকা স্কুলশিক্ষক শহিদুল ইসলামের কাছে জমা রাখা হয়।

ব্যবসায়ীরা জানান, এসআই মাজহারুল ইসলাম ষাঁড়টি জবাইয়ের ব্যাপারে অতিউৎসাহী ছিলেন। তিনি ও বাকেরগঞ্জ থানার দুই কনস্টেবল ১৫ কেজি মাংস নিয়েছেন।

তবে এসআই মাজহারুল ইসলাম বিষয়টি অস্বীকার করে বলেন, নাইট ডিউটি থাকার কারণে আমরা সেখানে গিয়েছিলাম। আমি কোনো মাংস নেইনি।

এ ব্যাপারে স্কুলশিক্ষক শহিদুল ইসলাম বলেন, বাজার কমিটির সভাপতি হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম। তবে ষাঁড় জবাইয়ের ঘটনায় আমি জড়িত নই।

বাংলা৭১নিউজ/এসআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com